রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নেতৃদ্বয় বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি দেশ, ইসলাম ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার, ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।

জমিয়তের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়।
প্রসঙ্গত, তারেক রহমান এতদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পদটি শূন্য হওয়ায় শুক্রবার রাতে স্থায়ী কমিটির সভায় তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ