জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন উপকমিটির সাথে দলীয় প্রার্থীদের মতবিনিময় সভা চলছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
নির্বাচন উপকমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সভা পরিচালনা করছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনি প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত তিন ধাপে সারাদেশে ১৪৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত।
এনএইচ/