প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করছে জমিয়ত
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন উপকমিটির সাথে দলীয় প্রার্থীদের মতবিনিময় সভা চলছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন  নির্বাচন উপকমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

নির্বাচন উপকমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সভা পরিচালনা করছেন।

প্রধান‌ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনি প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত তিন ধাপে সারাদেশে ১৪৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়ত।

এনএইচ/