শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


যুক্তরাজ্যে বাড়ছে মুসলিম বিদ্বেষ, হামলা হচ্ছে গণপরিবহনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলামভীতি ও মুসলিম বিদ্বেষী হামলা। বিশেষ করে গণপরিবহনে এই হামলার পরিমাণ বেশি।  সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তথ্যের বরাতে এই চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯-২০ সালে ২ হাজার ৮২৭টি বর্ণবিদ্বেষী অপরাধের ঘটনা রেকর্ড করা হয়। ২০২৪-২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৮টিতে। একই সময়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ৩৪৩টি থেকে বেড়ে ৪১৯টিতে পৌঁছেছে।

কমিউনিটি সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, ক্রমাগত শারীরিক ও মানসিক হেনস্তার ভয়ে অনেক মুসলিম এখন তাদের যাতায়াত সীমিত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ট্রেনের খালি বগি বা বাসের ওপরের তলায় হিজাব পরা নারী ও স্কুলগামী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।

ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে বলেছেন, হামলার শিকার ব্যক্তিরা এখন ঘর থেকে বের হতেও আতঙ্ক বোধ করছেন। অপরাধীরা অনেক সময় মদ্যপ অবস্থায় বা জনশূন্যতার সুযোগ নিয়ে এই আক্রমণগুলো চালায় এবং পরবর্তী স্টেশনে দ্রুত নেমে পড়ে সটকে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ক্যামেরার স্বল্পতা ও আইনি ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বর্ণবাদবিরোধী জোট কোয়ালিশন ফর রেশিয়াল ইকুয়ালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ঘটনার সংখ্যা সরকারি নথির চেয়েও অনেক বেশি হতে পারে। এই সংকট নিরসনে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জিরো টলারেন্স নীতির কথা বললেও ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীরা সরকার ও পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ