রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোট জনআকাঙ্ক্ষার অন্যতম দাবীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোটের কোন মানে হয় না। এটা দেওয়া না দেওয়ার সমান। এর কোন প্রয়োজনীয়তা নেই বলেই সচেতন মহল মনে করেন। যদি আগে জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে এই ভোটের কোন মূল্য থাকে না এবং গণঅভ্যুত্থানও মূল্যহীন হয়ে যায়। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে মানতে পারলে গণভোট আগে হবে এটা মানতে অসুবিধা কোথায়? তাহলে বোঝা যায় গণ ভোট নিয়ে দূরভিসন্ধি আছে।
 শুক্রবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ মফিজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শেখ মোঃ সাইফুল ইসলাম, যুবনেতা ফখরুল ইসলাম মারজান, ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ বাবুল। 
 
তিনি ধারাবহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  এ সময় জনগণের ভালবাসায় সিক্ত হন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। জনগণের আশা ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় হবে। 

সাধারণ মানুষ এবার ইসলামের পক্ষে আছে বলে জানান দেন ভোটাররা।  ভোটারদের বক্তব্য হলো আমরা  ৫৪ বছরে বিভিন্ন দল ও ব্যক্তির শাসন দেখেছি। এবার আমরা ইসলামের শাসন দেখতে ইসলামী দলগুলোকেই ভোট দিবো। মানুষ সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র দেখতে চাই। সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তানদেরকে মাদকমুক্ত পরিবেশে বড় করতে চান। এজন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ