ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (বিএনপি জোট) প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুফতি মনির হোসাইন কাসেমীর দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই।
এবারের নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নিচ্ছে। বিএনপি দলটিকে চারটি আসনে ছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনটিও।
আরএইচ/