রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

 ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমান; মূল কারণ হচ্ছে সিরাতের বাস্তবায়ন না থাকা। তাই, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি।

৯২ ভাগ মুসলমানের দেশে রাসুলের সিরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান  বলেছেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সিরাতের শিক্ষা। সিরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষরূপী অমানুষদের মানুষ বানাতেই হজরত মুহাম্মাদ সা. কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই, শুধু জানলে হবে না, মানার চেষ্টাই পারে প্রকৃত মানুষ তৈরি করতে।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে সিরাত বাস্তবায়নের মাধ্যমে অনুপম আদর্শ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

কনফারেন্সে কবি মুসা আল হাফিজ,  ড. আবিদ হোসেন, ইয়াহইয়া ইউসুফ নদভী, আবদুস সাত্তার আইনী, আহমাদ রফিককে সিরাত গবেষক ও লেখক হিসেবে  সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কনফারেন্স উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আন্তর্জাতিক সিরাত কনফারেন্স ২০২৫ শুক্রবার দুপুর ২ টায় শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে আরও বক্তব্য দেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি শামছুদ্দোহা আশরাফী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ