বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার প্রশিক্ষণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের ক্রাউন ইস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান।

প্রশিক্ষণ সভায় দারসুল কুরআন পেশ করেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ফেনী সদর আসনের রিকশা মার্কার এমপি প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজালুর রহমান বলেন, খেলাফত মজলিসের কর্মীদের মূল শক্তি হলো আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগ। প্রশিক্ষণের মাধ্যমে এই আদর্শিক ভিত্তি আরও দৃঢ় করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামি রাজনীতিকে এগিয়ে নিতে জ্ঞান, কর্ম ও সংগঠনের সমন্বয় অত্যন্ত জরুরি।

দিনব্যাপী এই প্রশিক্ষণ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল, সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ