বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৭ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে: ফয়জুল করিম ইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক কাতারি প্রতিনিধিদলের সঙ্গে মিয়ানমার জান্তা মন্ত্রীদের জ্বালানি ও খনন বিষয়ে বৈঠক সমুদ্রপথে গাজাগামী সংহতির অভিযাত্রা আটকে দিলো ইসরাইল পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে খেলাফত মজলিস আল খলীল কুরআন শিক্ষাবোর্ড হবিগঞ্জ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত ‘অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে’ মিজানুর রহমান আজহারি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন

পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

০২ অক্টোবর ২০২৫ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক মাসিক বৈঠকে পার্বত্য চট্টগ্রামে অস্থিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বৈঠকে বলা হয়, পাহাড়ে প্রোপাগাণ্ডা ছড়িয়ে পাহাড়ী ও বাঙালীর মধ্যে দাঙ্গা-উৎপাত ও খুন সংঘটিত করার চেষ্টা করা হচ্ছে; এসব সংগঠক ও উসকানিদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বৈঠকসভায় জানানো হয়, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামে সামরিক ক্যাম্প বৃদ্ধি ও টহল জোরদার করার বিকল্প নেই। বিশেষত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালীন সংঘটিত হতে পারে এমন অনাকাঙ্খিত পরিস্থিতি কোনোভাবে দমন করা হবে; এই ধরনের ঘটনা একটি গভীর দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়। জনগণকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ উল্লেখ করে যে—নির্বাচন যত ঘনিয়ে আসছে, জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপশক্তির ষড়যন্ত্র তত বৃদ্ধি পাচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হয়ে কাজ করতে হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আইনি ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পেশী শক্তির প্রভাব ও কালো টাকার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও হামলায় নিহত-আহতদের প্রতি গভীর নিন্দা জানিয়ে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যক্কারজনক সমর্থন ও সহযোগিতা শান্তিপ্রিয় মানুষের মাঝে ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ও ঘোর সৃষ্টি করছে। ইসরায়েল কর্তৃপক্ষের ত্রাণবাহী জাহাজ ও ত্রাণবিতরণ নির্বিঘ্নে করতে না দিয়ে ত্রাণ কার্যক্রম ব্যহত করার ঘটনাকে মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতম কার্যক্রম হিসেবে আখ্যায়িত করা হয়। বৈঠকে বলা হয়, অবৈধ ও দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বৈঠকটি মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ডা. আব্দুর রাজ্জাক আসাদ, মুফতি আব্দুল হক আমিনী, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ¦ নূর হোসেন, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা ফারুক আহমদ ভ‚ইয়া, মো: আবুল হোসেন ও আমির আলী হাওলাদার প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ