বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নবীজির অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে হবে: বাণিজ্য উপদেষ্টা এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয় : ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময় সভা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের জনমত গঠন হবে- মুফতী আমানুল্লাহ আগ্রসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে অভিযান চালিয়ে যাবে ইয়েমেনি বাহিনী আফগানিস্তানের শরিয়া বিচার: উকিলবিহীন দ্রুত ন্যায়বিচারের মডেল  শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও নোহা মুখোমুখি সংঘর্ষ; নিহত ১, আহত ২  ইন্দোনেশিয়ায় মাদরাসা ভবন ধসে ৩ জনের প্রাণহানি জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী

নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে। দেশে ইসলামি রাজনীতির পক্ষে অবস্থান শক্তিশালী করতে হলে সমমনা ইসলামি দলগুরোর নির্বাচনি ঐক্য গঠন এখন সময়ের দাবি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জমিয়ত কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।

মাওলানা ইউসুফী বলেন, জমিয়তের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন, গণসংযোগ ও দাওয়াতি প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামপন্থীদের মাঝে ঐক্য হলে সংসদে ইসলামি শক্তির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

জমিয়ত নেতা বলেন, ইসলামী দলসমূহের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে একটি যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে উভয়পক্ষই উপকৃত হবে।

জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে, জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি আলেমগণ ঐক্যের একটা পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেই পথে চললে আমাদের পথ আরো উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য আরো অটুট হবে বলে মাওলানা ইউসুফী দৃঢ়ভাবে উল্লেখ করেন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ