বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “স্বৈরাচার শেখ হাসিনার বর্বর যুগ থেকে মুক্ত হওয়ার পর আমরা আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-নালা ও খালবিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। ভারতকে খুশি রাখতে দেশকে উজাড় করে দেওয়া হয়েছিল। আমরা অনেকটা ফিরে এসেছি, তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।”
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বিএনপির শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন সংগঠন পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন দেননি।
তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করতে আপনার সন্তানদের উৎসাহিত করুন।”
এসময় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ব্রাহ্মণবাড়িয়ার তিন তরুণ উদ্ভাবকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। তারা হলেন, আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম। আগামী মাসে তারা মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এবিএম মোমিনুল হক, সহসভাপতি জসিম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এমএইচ/