বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল সাত্তার মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দলের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের আহ্বানে এক দোয়া মাহফিল বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ।
শ্রীপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী মাজেদী, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব, বাইতুল মাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা বাইতুল মাল সম্পাদক ডা. সুজন আহমাদ, যুব মজলিস শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ, পৌর শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মাওলানা আব্দুস সাত্তারের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসএকে/