আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) গোপালগঞ্জ পৌরপার্ক মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে ইসলামী আন্দোলনের গুরুত্ব, সমাজ সংস্কার ও খেলাফত প্রতিষ্ঠার দিকনির্দেশনা তুলে ধরা হবে। বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এটি বিশাল জনসমাগমের রূপ নেবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সফল সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে।
আরএইচ/