শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : আবদুল হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, “নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে রংপুর–দিনাজপুর অঞ্চলের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত অঞ্চল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম অভিযোগ করে বলেন, “এখনো নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার পরিবর্তে সম্প্রতি আমাদের নেতা নূরের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “জনমনে পিআর পদ্ধতির দাবি স্পষ্ট হয়েছে। আমরা মনে করি এ পদ্ধতির মাধ্যমেই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। কারণ প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, সংঘাত-সংঘর্ষ ও ভোটার বিমুখতা দেখা দেয়।”

জাতীয় পার্টির সমালোচনা করে আবদুল হালিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ করতে নানা চক্রান্ত শুরু হয়েছে। পতিত স্বৈরাচার উঁকিঝুঁকি দিয়ে আবার ফিরে আসতে চাইছে। বিশেষ করে জাতীয় পার্টির কাঁধে ভর করে দেশে পুরোনো ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর লক্ষণ দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার পেছনে জাতীয় পার্টির ভূমিকা ছিল। এখন তারা আওয়ামী লীগের বি-টিমে পরিণত হয়েছে। এ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না করলে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না।”

অঞ্চল বৈঠকে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর–দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, আজিজুর রহমান স্বপন ও আব্দুল হাকিম প্রমুখ।

এ সময় রংপুর অঞ্চলের আট জেলার জেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ