সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ সমবেদনা জানান।

তিনি বলেন, গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্প মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “যেসব মা সন্তান হারিয়েছেন, যেসব শিশু পিতৃহীন হয়েছে কিংবা যেসব পরিবার প্রিয়জন ও আশ্রয় হারিয়ে অশ্রুধারায় ভাসছে—তাদের বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ শোক শুধু আফগানিস্তানের নয়, বরং সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে রয়েছে।”

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন আফগানিস্তানের মানুষ এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সঙ্গে অতিক্রম করতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ