শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (৩১ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাত বারোটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু করে কথিত এলাকাবাসী। পত্রিকার ভাষ্যমতে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। আজকে রবিবার সকাল সাড়ে এগারোটায় আবারো সংঘর্ষের ঘটনা ঘটে যাতে প্রশাসন বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভির মুহাম্মাদ হায়দার আরিফসহ ১৮০ শিক্ষার্থী আহত হয়েছে। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নানা মাধ্যমে আমরা হতাহতের যে চিত্র দেখেছি তাতে এটাকে নিছক এলাকাবাসীর সাথে সংঘর্ষ বলে বিবেচনা করার সুযোগ নাই। বরং পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপরে নৃশংসতা চালানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উপ-উপচার্য ডক্টর কামাল উদ্দিনের বক্তব্য। তিনি মিডিয়ার সামনে কান্না বিজরিত কণ্ঠে বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে হামলা করেছে। একই সাথে তিনি বলেছেন, ‘আমি জিওসিকে ফোন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে কথা বলেছি। কিন্তু দুই ঘণ্টা হয়ে গেল কিন্তু এখনো কেউ আসে নাই।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, এই অংশটা তাৎপর্যপূর্ণ। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্রগ্রাম ক্যান্টনমেন্টের দুরুত্ব মাত্র ১১.১ কিলোমিটার। সেনাবাহিনী মাঠে মোতায়েনও করা আছে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাটহাজারী থানার দূরত্ব মাত্র ৫.৯ কিলোমিটার। এতো অল্প দুরত্বে অবস্থান করা সত্যেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হচ্ছে, প্রোভিসি প্রশাসন অনুরোধ করছে তারপরেও দুইঘন্টাতেও ঘটনাস্থলে পৌছাতে না পারার বিষয়টা কি রহস্যজনক না? একই সাথে এতো গুরুত্বপূর্ণ জায়গায় ফোন করার পরেও এতো ধীর প্রতিক্রিয়া কি স্বাভাবিক?

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সার্বিকভাবে আমরা হতাশ হয়ে যাচ্ছি। নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই দেশ যেনো ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। মানুষের নিরাপত্তা ক্রমেই হারিয়ে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জোড়ালোভাবে। এটা আমাদেরকে ভাবিত করছে। আমরা সংশ্লিটদের প্রতি আহবান জানাবো, পরিস্থিতির তদন্ত করুন। কেউ ইচ্ছাকৃত কোন অপরাধ করলে তাকে বা তাদেরকে শাস্তির আওতায় আনুন। কারো অবহেলা থাকলে তার সংশোধন করুন। কিন্তু দেশকে অস্থিতিশীল ও অকার্যকর হতে দেয়া যাবে না এবং কোনোভাবেই ফ্যাসিবাদকে সুযোগ দেয়া যাবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ