সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশে আসার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচজন এবং টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আহতদের অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও এখনো দুইজন আহত কর্মী রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতে আজ বিকালে হাসপাতালে যান শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম। সেখানে তাদের খোঁজখবর নেন এবং সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

এ ব্যাপারে শায়খে চরমোনাইর কাছে জানতে চাইলে তিনি আওয়ার ইসলামকে বলেন, ২৮ জুন মহাসমাবেশ শেষ করেই আমি এবং পীর সাহেব চরমোনাই হাসপাতালে গিয়ে আহত কর্মীদের খোঁজখবর নিয়েছিলাম। আজ আবার তাদের দেখতে ও খোঁজ-খবর নিতে আসলাম। 

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের মহাসচিব নিহতদের পরিবারের সাথে দেখা করেছেন। আর্থিক সহায়তা প্রদান করাসহ ভবিষ্যতে তাদের স্ত্রী-সন্তান ও পিতা-মাতার ভরণপোষণ ও দেখভালের দায়িত্বও দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

এসময় শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ