ময়মনসিংহ জেলা আওতাধীন নান্দাইল উপ-শাখার ১১নং খারুয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) এ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াতি মজলিসে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ, নান্দাইল উপ-শাখার প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, এবং আমেলা সদস্য মাওলানা আলী হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি রেদোয়ান আহমদ রহমানী।
মজলিসে যুব মজলিসের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করার অঙ্গীকার করেন উপস্থিত জনতা। মজলিসের শেষে যুব মজলিসের খারুয়া ইউনিয়ন প্রাথমিক শাখা গঠন করা হয়।
এমএইচ/