বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। ৫ আগস্টের গণজাগরণ তারই প্রমাণ।”
তিনি বলেন, ’৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো ‘২৪-এর শহীদদেরও জাতি ভুলবে না। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের স্মরণে নানা স্থাপনার নামকরণের উদ্যোগ নেওয়া হবে।’
তারেক রহমান বলেন, “৫৪ বছরের ইতিহাসে বহু ত্যাগ-রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, ১২ দলীয় জোট, জাতীয় পার্টি, জামায়াত, গণসংহতি, এনডিএম, লেবার পার্টিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের ঐক্যই একমাত্র পথ, যা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারে। বক্তারা জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এসএকে/