সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

‘জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এজন্য হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩০ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুর্নিমাগাঁতী ইউনিয়ন শাখা আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, খেয়াল করে দেখবেন এবার হিন্দুরা জামায়াতে ইসলামীকে ভোট দেবে। হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। নাগরিক হিসেবে সব নাগরিক অধিকার তারা পাবে। মুসলমান যেমন তাদের ধর্মীয় অধিকার পালন করে, হিন্দুরাও তেমনভাবে তাদের ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। ইসলামী সরকার হিসেবে অমুসলিমদের সব ধর্মীয় উৎসব পালনে নিশ্চয়তার গ্যারান্টি দেবে।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াত ক্ষমতায় এলে মহিলাদের ঘরে রাখব না। মহিলারা হচ্ছে মায়ের জাত, তাদের স্থান সবার উপরে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মহিলাদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই থাকবে। মহিলারা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে। মহিলারা ব্যাংকের ম্যানেজারও হবে, আমরা শুধুমাত্র জায়গাটা আলাদা করে দেব। মা বোনদের ব্যাংকে গিয়ে পুরুষের সঙ্গে লাইন ধরে কিংবা ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না। মহিলারা যে ব্যাংকে যাবেন, সেই ব্যাংকের ম্যানেজার থেকে সবাই হবেন মহিলা।

রফিকুল ইসলাম খান আরও বলেন, আমরা ক্ষমতায় বসতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা রাজা হব না। জনগণকে আমরা প্রজা বানাবো না। আমরা হবো জনগণের সেবক। আমরা বিশ্বাস করি আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ভয় করব না, নির্ভরশীল হব না এবং সাহায্য চাইব না।

তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম হতে দেব না। বাংলাদেশের মানুষ এই বিষয়ে বদ্ধপরিকর।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক আব্দুল বারীসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ