রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী হলেন মাওলানা সৈয়দ তামীম আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জগন্নাথপুর উপজেলা শাখা।

রবিবার (২৯ জুন) বিকেল ৪টায় উপজেলার জমিয়ত কার্যালয়ে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।

সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রায় ৯৭ শতাংশই মাওলানা সৈয়দ তামীম আহমদকে আসন্ন নির্বাচনে জমিয়তের প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। নেতৃবৃন্দ বলেন, দুই উপজেলা জুড়ে তাঁর গণসংযোগ, মতবিনিময় এবং মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে জনমনে আশাবাদ তৈরি করেছে। তাঁর আন্তরিকতা ও রাজনৈতিক পরিপক্বতায় তৃণমূলের আস্থা অর্জন করেছেন বলেও দাবি করেন তারা।

সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এ আসনে জমিয়তের শক্ত অবস্থান ও ঐতিহ্য রয়েছে। বিভিন্ন সময় দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিজয়ীও হয়েছেন। তাই সংগঠনের অবস্থান আরও শক্তিশালী করতে মাওলানা সৈয়দ তামীম আহমদকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে নেতাকর্মীরা একমত পোষণ করেন।

তবে বিকল্প প্রার্থী হিসেবে আলোচনায় আসেন আরও দুইজন—

মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর জমিয়ত

মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু, সহ-সাধারণ সম্পাদক, ইউরোপ জমিয়ত

শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে মাওলানা সৈয়দ তামীম আহমদকে সর্বসম্মতভাবে প্রথম পছন্দ হিসেবে তালিকাভুক্ত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ