সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

‘ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে যুব জমিয়ত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইসলামী রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে যেতে হবে। যুব জমিয়ত দেশের যুবসমাজকে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, প্রযুক্তিনির্ভর অপসংস্কৃতি ও রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে রক্ষা করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

রোববার (২৯ জুন) যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলার কাউন্সিল গাজীপুর রাজাবাড়িস্থ আহনাফ’স কিচেন মিলনায়তনে মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলর অধিবেশনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম কাসেমী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ও বিশেষ বক্তা ছিলেন মুফতি চৌধুরী নাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যুবসমাজ যেকোনো জাতির চালিকাশক্তি। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত না করা যায়, তাহলে তা জাতির জন্য ধ্বংস ডেকে আনতে পারে। আমরা চাই, এই শক্তি হোক ইমানদার, নীতিনিষ্ঠ, দেশপ্রেমিক ও ইনসাফপ্রবণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুফতি নিজাম উদ্দিন সভাপতি, জমিয়ত কাপাসিয়া,মুফতি আব্দুল ওয়াদুদ সভাপতি, কোনাবাড়ী থানা,মাওলানা আবু হানিফ সভাপতি, বাসন থানা,মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি গাজী সালাউদ্দিন, মুফতি এনায়েতুল্লাহ পাহাড়পুরী, মুফতি আলমগীর যশোরী, মুফতি জসিম উদ্দিন,মুফতি খন্দকার জহিরউদ্দিন,মুফতি মাহাদী হাসান, মুফতি সোহাইল মাহমুদ, মুফতি শাকিল মোড়ল,মুফতি নাসিম খান, মুফতি গাজী ফরিদ হোসাইন প্রমুখ।

কাউন্সিলে মুফতি আতাউল্লাহ কাসেমীকে সভাপতি, মাওলানা জুনায়েদ আল হাবিবকে সাধারণ সম্পাদক ও মুফতি আখতারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ