সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

মহাসমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৯ জুন রবিবার এক বিবৃতিতে বলেছেন, গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সারাদেশ থেকে যেভাবে নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নিয়েছেন তা আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের প্রত্যয়কে আরো দৃঢ় করতে সাহস যুগিয়েছে। আমি মহাসমাবেশে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মহাসমাবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে পীর সাহেব চরমোনাই বলেন,সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত এই মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাষ স্পষ্ট করেছে। নতুন ধারার রাজনীতির জানান দিয়েছে। এই মহাসমাবেশের ছবি, ভিডিও ও সংবাদ প্রচারে আমার সাংবাদিক ভাইয়েরা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের আপ্লুত করেছে। প্রচন্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মহাসমাবেশের সংবাদ প্রচারে সাংবাদিক বন্ধুগণ যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নাই। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হয়ে সাংবাদিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সংবাদমাধ্যম ফ্যাসিবাদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে এটা জাতি হিসেবে আমাদের আশান্বিত করে।

গতকাল সমাবেশ শেষ করেই পীর সাহেব চরমোনাই আহতদের দেখতে আল কারীম জেনারেল হাসপাতালে ছুটে যান। আহতের চিকিৎসা সম্পর্কে খোজ-খবর নেন এবং সুষ্টু চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মহাসমাবেশে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীর বাংলাদেশ গঠনে ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ