সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

সাংগঠনিক সব শাখা আরও শক্তিশালী করবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্পাদকমণ্ডলীর বিশেষ বৈঠক শনিবার (২৮ জুন) দলের পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের সকল শাখাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন  সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এবং বৈঠকটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বৈঠকে বিভাগওয়ারি সাংগঠনিক অবস্থা  ও আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পর্যালোচনা করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু কিছু শাখায় কাজে অগ্রগতি আনয়নের জন্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়।

 সম্পাদকমণ্ডলীর এই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে দলীয় আদর্শ ও স্বকীয়তা সমুন্নত রেখে সাংগঠনিক কাজে আরো বেশি মনযোগী হওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন।

এতে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা খলিলুর রহমান সিলেট, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা বশির আহমদ, মাওলানা জিয়াউল হক কাসেমী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, মুফতি আফজাল হোসাইন রাহমানী, মাওলানা শাহজালাল ভূঁইয়া, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী ও অফিস  সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ