সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন গিয়াস উদ্দিন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি খন্দকার গোলাম মাওলার ইন্তেকালে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন খান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম তাঁকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন। 

মুজাহিদ কমিটির এক বার্তায় বলা হয়, গত ২১/০৫/২০২৫ তারিখ রোজ বুধবার রাত ২:৩০ বামুকের সেক্রেটারি জেনারেল জনাব খন্দকার গোলাম মাওলা সাহেব ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বামুকের সেক্রেটারি জেনারেলের পদ শূন্য হওয়ায় বামুকের কার্যক্রম সচল ও স্বাভাবিক রাখার জন্য গত ২৪/০৫/২০২৫ ইং তারিখ রোজ  শনিবার বাদ জোহর বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাছের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

বার্তায় বলা হয়, আমিরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বামুকের জয়েন্ট সেক্রেটারি জনাব মো. গিয়াস উদ্দিন খানকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তিনি বামুকের সেক্রেটারি জেনারেলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ