সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গ রাখা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং করণীয় কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সূত্র আরো জানায় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও প্রকৃত খুনিদের গ্রেপ্তার, ভারত কর্তৃক বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে পর্যালোচনা করা হবে। 

একই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন বাংলাদেশ সীমান্ত দিয়ে নীরবে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন শ মানুষকে পুশ-ইনের ঘটনা নিয়ে মন্তব্য ও পর্যালোচনাসহ সারা দেশে বিএনপির তারুণ্যের সমাবেশের সফলতা নিয়ে পর্যালোচনা করা হবে স্থায়ী কমিটির বৈঠকে।
 
এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়মমাফিক পর্যালোচনা হবে বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ