সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না।

তিনি শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

তিনি এ সময় আরও বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনোই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না’। 

একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন রাজা হায়াত। 

পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, আর আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে।

এদিকে গ্রেফতার আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ শুক্রবার রাতে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিলের ব্যাখ্যা দিয়ে লিখেছে, ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন। 

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এদিকে কাউন্সিল অব ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করে বলেছেন, গাজা উপত্যকা সম্পর্কিত আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। 

কস্তারের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন শনিবার জারি করা এক যৌথ বিবৃতিতে সাতটি ইউরোপীয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন, তারা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মুখে চুপ থাকবেন না। তারা ইসরাইল কর্তৃক উপত্যকার অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ