বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা অতিক্রম করেছে: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।  

আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে লালবাগ শাহী মসজিদের প্রধান গেইট থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শায়েস্তা খান রোড, লালবাগ চৌরাস্তা মোড়, ঢাকেশ্বরী রোড, আজিমপুর এতিমখানা প্রদক্ষিণ করে ফের লালবাগ শাহী মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে উলামায়ে কেরাম, শিক্ষার্থী, স্থানীয় মুসল্লীসহ নানা  শ্রেণি-পেশার মানুষ একাত্ম হয়ে অংশগ্রহণ করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল আকসা আমাদের গর্ব’, ইসরাইলী পণ্য বয়কট করসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। বক্তব্য রাখেন ইসলামী ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মুফতী মীর মোঃ হেদায়েতুল্লাহ গাজী, মুফতী মনজুর মুজিব, মুফতী আনিসুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মাকসুদুর রহমান, মুফতী শহীদুল আনোয়ার, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আমীর হোসেন, ইসলামী ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জুবায়ের বিন মুহসিন প্রমুখ।  

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এবং বিধ্বস্ত গাজা ও রাফায় ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা অতিক্রম করেছে। অবিলম্বে গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে । ইসরাইলের পণ্য বর্জনের পাশাপাশি যেসব দেশ নারকীয় এ গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে।

বক্তারা নিরবতা ভেঙ্গে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ফিলিস্তিনের পক্ষে থাকার আহবান জানান। সমাবেশে ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের নিন্দা জানিয়ে অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের আহবান জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ