রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

ভারতের ওয়াকফ বিল-২০২৫ বাতিল করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন,গত কয়েক দিন পূর্বে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল-২০২৫ নামে একটি আইন পাশ করা হয়েছে। আমরা মনে করি এই বিল সম্পূর্ণরূপে ভারতের প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় অধিকারে অন্যায় হস্তক্ষেপের সামিল এবং তাদেরকে পরিকল্পিত ভাবে কোনঠাসা করে রাখার অপচেষ্টার অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা বাতিল করার জোর দাবী করছি। 

আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এ সব কথা বলেছেন।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, অসাংবিধানিক এই আইন পাশ করার মধ্য দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মূলত সেখানকার অসংখ্য মসজিদ,মাদ্রাসা, এতীমখানা ও কবরস্থানের ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে দিতে চায়। কারণ ভারতে প্রায় ১০ লক্ষ একর ওয়াকফ সম্পত্তির অধিকাংশই ব্যবহৃত হয় এ সব কাজে। 

তারা আরো বলেন,বৈষম্যমূলক এই আইনের কুফল হিসেবে ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে ওঠা অগণিত মসজিদ-মাদ্রাসার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে এবং সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও প্রবল ঝুঁকি তৈরি করতে পারে, তাই বিজেপি সরকারকে অনতিবিলম্বে এই অসাংবিধানিক আইন বাতিল করার আহ্বান জানাই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ