বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

‘ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বিল মানবাধকিারের চরম লঙ্ঘন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদশে-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শায়খ ফজলে বারী মাসউদ বলেন, ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বলি মানবাধকিারের চরম লঙ্ঘন। মুসলমিদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষপের জন্যই ওয়াকফ বিল পাশ করছেে বিজেপি সরকার। 

আজ শুক্রবার দুপুরে ভারতে ওয়াকফ বিল পাশের প্রতক্রিয়িায় গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফজলে বারী মাসউদ বলেন, এটা ভারতের সংবিধানের মূলনীতরি পরপিন্থী। মুসলমানদরে প্রতি অবচিার। যা কথিত র্ধমনিরপেক্ষতারও বিপরীত। ভারতে এটা নতুন করে আবারও প্রমাণতি হলো যে, র্ধমনরিপক্ষেতাবাদ মানুষের অধকিার হরণ করে। এ আইনের মাধ্যমে মুসলমিদের র্স্বাথকে অবমূল্যায়ন করা হয়েছে। 

ব্যাপক বিরোধিতার পরও বিলটি পাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দাবি সংস্কারের নামে মোদি সরকার মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। নতুন করে দাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক বিরোধিতার পরও বিলটি পাশ করেছে মোদি সরকার। 

ওয়াকফ বিল পাশের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে এই বিল বাতিল করতে হব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ