মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ ।। ২২ পৌষ ১৪৩২ ।। ১৭ রজব ১৪৪৭

শিরোনাম :
কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানাল ডিবি আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন জরুরি’ জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কুমিল্লা জেলা নেতাদের সাক্ষাৎ গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ পথ আটকে বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ পণ্য প্রদর্শনী ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’। আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) নিশ্চিত করেছে যে, উদ্বোধনী দিন সকাল ১০টায় প্রধান অতিথির উপস্থিতিতে মেলার পর্দা উঠবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এই মেলার আয়োজন করছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইপিবি জানিয়েছে, এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে মেলার আয়োজন করছে।

মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের জন্য চালু থাকবে ই-টিকিটিং সুবিধা এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য দুটি শিশুপার্কও রাখা হয়েছে।

এদিকে মেলার নাম পরিবর্তনের প্রাথমিক কিছু আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে বরাবরের মতো ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই এটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে পূর্বাচলের এই স্থায়ী কেন্দ্রে নিয়মিত বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ