জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা থেকে হাটহাজারীর উদ্দেশে রওয়ানা হন। এসময় কুমিল্লা জেলা জমিয়তের নেতৃবৃন্দ হোটেল নুরজাহানে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমাদ।
কুমিল্লা জেলা জমিয়তের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূইয়া, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, জনাব এরশাদ মিয়াজি, মাওলানা ইয়াসিন আরাফাত, বাইজিদ, জালাল, আব্দুল ওয়াজিদ, নাসিরুদ্দীন,
মুরশেদ আলম, আব্দুল্লাহ, আরাফাত, আবূ সাঈদ, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, আজ ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী সাংগঠনিক শাখার উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
আরএইচ/