বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

ইমাম-মুয়াজ্জিনদের উপর অবিচার বন্ধে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি দিল শানে সাহাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম-উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-এর সঙ্গে সাক্ষাত করেছেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

এ সময় ইমাম, খতীব, মুয়াজ্জিনদের বেতন ভাতা এবং তাদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে আইন প্রণয়নসহ যথাযথ উদ্যোগ নিতে ধর্ম-উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন শানে সাহাবা চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

সাক্ষাতকালে ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আব্দুস সালাম খান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব আশিকুল ইসলাম, শানে সাহাবার ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান, বিভাগীয় ভাইস চেয়ারম্যান মুফতি রুহুল আমীন, সিনিয়র যুগ্মমহাসচিব মুফতি ইসহাক মাহমুদ রফিকী এবং যুগ্মমহাসচিব মাওলানা মাহদি হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দেশের বিভিন্ন অঞ্চলে ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের প্রতি অবিচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে এবং এর সাথে সাথে তাদের জীবনমানও অত্যন্ত নিম্নস্তরে চলে গেছে। শানে সাহাবা ফাউন্ডেশন এসব বিষয়ে আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এই উদ্যোগে শানে সাহাবা ফাউন্ডেশন আশা করে যে, ইমাম, খতীব এবং মুয়াজ্জিনদের প্রতি সম্মান, অধিকার ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ইসলামী সমাজ আরও শক্তিশালী এবং শৃঙ্খলিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ