বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

১৭ বছর পর কারামুক্ত হলেন মাওলানা আবু তাহের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন রাজধানীর মোহাম্মদপুরের বসিলার বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আবু তাহের। তিনি একুশে আগস্ট গ্রেনেড মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তবে উচ্চ আদালতের রায়ে খালাস পান। ২০০৮ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।  

বুধবার (৪ জুন) কারাগার থেকে মুক্তি লাভ করেন মাওলানা আবু তাহের। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

গত ডিসেম্বরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। তবে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লেগে যায়। 

মাওলানা আবু তাহের রাজধানীর মিরপুরের আকবর কমপ্লেক্সের নায়েবে মুহতামিম ছিলেন। এছাড়া মোহাম্মদপুরের একটি মসজিদের খতিব ছিলেন। একুশে আগস্টের মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয় বলে জানিয়েছে তার পরিবার। 

কারাগার থেকে মুক্তি লাভের পর মাওলানা আবু তাহের খোলা জিপ গাড়িতে চড়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। সেখানে তিনি কারামুক্তির জন্য আল্লাহর শোকরিয়া আদায় করেন। তার মতো নিরপরাধ কেউ যেন এভাবে কারাভোগ না করেন সেই জন্য রাষ্ট্রকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

বিশিষ্ট এই আলেম বলেন, আল্লাহর দীনের কথা বলার জন্যই আমাকে ফাঁসানো হয়েছিল। তবে যত ষড়যন্ত্রই হোক, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের সংগ্রাহ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে এ থেকে বিরত রাখতে পারবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ