বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে টানা বৃষ্টিপাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর ফলে বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিপাতের সাথে হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশীদ বলেন, নিম্নচাপের প্রভাবে মোংলার সাগর ও সুন্দরবন উপকূলের কোথাও কোথাও হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপের ফলে সাগর ও নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মোংলা বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও মেশিনারিসহ ১০টি বাণিজ্যিক জাহাজ অবস্থান রয়েছে। বন্দরের সকল জাহাজেরই পণ্য খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে। 

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী বলেন, বৃষ্টিপাতের কারণে কোন কোন জাহাজের কাজ বন্ধ, কোন কোনটির কাজ বিঘ্নিত হচ্ছে। আবার কোনটির কাজ বন্ধ রয়েছে। সব মিলিয়ে বৃষ্টিতে কাজের ক্ষতির পাশাপাশি লোকসানে পড়তে হয়। কারণ বৃষ্টিতে কাজ বন্ধ থাকলে জাহাজের পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগে। এতে সময় মত জাহাজের বন্দর ত্যাগে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ