বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্তরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা বিএসএ সেন্টারের সামনের সড়কে তারা এ বিক্ষোভ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ‘জুলাই রেভুলোশনারি এলায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে উত্তরা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে— এমন অভিযোগ তুলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সন্ধ্যার দিকে উত্তরা বিএনএ সেন্টারের সামনে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার দিকে প্রথমে উত্তরা পশ্চিম পাশের সড়ক, পরে পূর্ব পাশের সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। আজকের উত্তরা ব্লকেড একদিনের ঘটনা নয়— এটি একটি দীর্ঘ সংগ্রামের অংশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে কোনোদিন সুশাসন ফিরবে না।’

আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন, বিরোধী কণ্ঠ দমন এবং রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

এদিকে ব্লকেডকে ঘিরে উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ