বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল গফুর (কন্সটেবল নং ৯৬১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এ দুর্ঘটনা হয়। এসময় আব্দুল মান্নান নামে আরেক এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

থানা পুলিশ জানায়, বুধবার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এলাকায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য আব্দুল গফুর ও আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এসময় মহাসড়কের পড়ে গিয়ে গুরুতর আহত হন হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দুজন ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর আব্দুল গফুর মারা যান। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ