বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকতে হবে : শামসুজ্জামান দুদু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ রাতভর অভিযানে সাদাপাথরে ফেরানো হলো ১২ হাজার ঘনফুট জব্দকৃত পাথর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুমোদনবিহীন কর্মসূচিতে আইনি ব্যবস্থা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ভারতকে কঠোর হুঁশিয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুরু হলো তিন দিনের হজ ও ওমরাহ ফেয়ার চাঁদপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ এনে ধরা খান: ধর্ম উপদেষ্টা

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল গফুর (কন্সটেবল নং ৯৬১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এ দুর্ঘটনা হয়। এসময় আব্দুল মান্নান নামে আরেক এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

থানা পুলিশ জানায়, বুধবার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এলাকায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য আব্দুল গফুর ও আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এসময় মহাসড়কের পড়ে গিয়ে গুরুতর আহত হন হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দুজন ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর আব্দুল গফুর মারা যান। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ