শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে আলোচনায় অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বেইজিংয়ের কাছ থেকে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে ঢাকা।

সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিষয়ে আলোচনা করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পে চীনের তীব্র আগ্রহ রয়েছে এবং ঋণ প্রদানে দেশটি ইতিবাচক মনোভাব পোষণ করছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের পর নেয়া সিদ্ধান্তগুলোর হালনাগাদ আলোচনার পাশাপাশি চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগদানের বিষয়ে বাংলাদেশকে আবারও আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ বছরের শেষ দিকে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসবে।

এর আগে ২০২৪ সালে চীন ও ভারত উভয়েই প্রকল্পটিতে আগ্রহ দেখায়। ভারত চাইলে প্রকল্পে অর্থায়ন করবে বলে জানালেও, অন্তর্বর্তী সরকার চীনের প্রস্তাবকে অগ্রাধিকার দিচ্ছে।

প্রকল্পের প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনের ঋণ থেকে, বাকিটা সরকারি অর্থায়নে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের রাষ্ট্রদূত আগেই জানিয়েছেন, বাস্তবায়ন করবে বাংলাদেশ যার সঙ্গে চুক্তি করবে, বেইজিং সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ বাংলাদেশকে শুধু অবকাঠামোগত সুবিধাই দেবে না, বরং নদীর পানি প্রবাহ ও আঞ্চলিক কৌশলগত স্বার্থ নিয়েও আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ