দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় সেমিনার আয়োজন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টায় শুরু হবে এ সেমিনার।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় নীতি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা।
এছাড়া বক্তব্য রাখবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, ড. সরওয়ার হুসাইন, ড. আসিফ মাহতাব, শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ ড. ইউসুফ সুলতানসহ প্রখ্যাত উলামায়ে কেরাম।
সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন মুফতি আবদুল্লাহ মাসুম। সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি।
এমএইচ/