শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ” সফল বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মেরাজনগর মাদরাসা মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন,কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাস,খতমে নবুওয়াত অস্বীকার করার কারণে মুসলমান নয় বরং তারা অমুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে শেষ নবী হিসেবে স্বীকার না করার কারণে তারা ইসলামের বাইরে চলে গেছে।  

তিনি আরো বলেন,কাদিয়ানিদের ধর্মীয় বিশ্বাস কেবল বিভ্রান্তিকর নয়, বরং মুসলমানদের ঈমানী পরিচয়ে চরম হস্তক্ষেপ। পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ আলী আফতাব নগর, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুল কাদের আমলাপাড়া, মুফতি ইমাদ উদ্দিন ফরিদাবাদ, মুফতি সালাউদ্দিন দিলু রোড, মাওলানা সাঈদ নূর, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর, মাওলানা শামসুল আরিফিন খান সাদী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতি শফিক সাদী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মাওলানা খালেদ সাইফুল্লা নোমানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশেও তাদের সংখ্যা ও প্রচার-প্রচারণা দিন দিন বাড়ছে। তারা মসজিদ, আজান, ইসলামি পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ