শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


জনগণ নির্বাচনমুখী হলে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ নির্বাচনের পথ বন্ধ করতে পারবে না। তিনি আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সবজির দাম সামান্য বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সম্প্রতি প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে প্রচুর আলু মজুদ থাকায় বাজারে সরবরাহ ঠিক আছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম কিছুটা বেড়েছে, কিন্তু কৃষকরা তাতে উপযুক্ত দাম পাচ্ছেন না; মূলত মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

উল্লেখ্য, তিনি বলেছেন, “কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ