স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’ আয়োজন করা ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাচ্ছি।”
এ সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এনসিপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না—এ বিষয়ে এখনো স্পষ্টতা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসিফ সরাসরি কোনো দলের সঙ্গে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারেন এবং সেই ক্ষেত্রে এনসিপির সমর্থনও পেতে পারেন।
রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আসিফ মাহমুদ কি নির্বাচনের মাঠে নামবেন, নাকি গ্যালারিতে দর্শকের ভূমিকা পালন করবেন—সময়ই তার উত্তর জানাবে।
এসএকে/