বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

১৪ আগস্ট থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ আগস্ট (শনিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর আয়োজনে মেলা চলবে ১৬ আগস্ট (সোমবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, ২০২৬ সালের হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল, হয়রানিমুক্ত ও মানসম্পন্ন করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অনুমোদিত এজেন্সি যদি হয়রানিতে জড়ায়, তবে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, অসাধু ও অবৈধ এজেন্সির প্রলোভনে প্রতারণার শিকার হওয়া রোধে স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থার অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় প্রায় ১৫০টি অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি অংশ নেবে, যারা হাজি ও ওমরাহ যাত্রীদের জন্য বিভিন্ন প্যাকেজ, তথ্যসেবা, টিকিট বুকিং, অর্থ লেনদেনসহ ভ্রমণ-সম্পর্কিত সহায়তা দেবে। ব্যাংক ও এয়ারলাইনসের প্রতিনিধিরাও现场 উপস্থিত থাকবেন।

হাবের সহসভাপতি শামীম সাঈদী জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে শুরু থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে বিগত বছরের মতো শেষ মুহূর্তে টিকিট জটিলতা না হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ