রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজা দখল ষড়যন্ত্র রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান তুরস্কের ঢাকা-দিল্লি সম্পর্ক কি ঘুরে দাঁড়াবে? মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু, মৃত্যুর মিছিল থামছে না ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত ককেশাস করিডর অনিশ্চিত আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ‘সকালের ক্লান্তি মানে শুধু ঘুম কম না, বরং শরীর কিছু বলার চেষ্টা করছে’ মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব সুনামগঞ্জে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন 'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনে সুধী মতবিনিময় সভা

ঝিনাইদহ সীমান্তে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

(খালিদ হাসান বিন শহীদ)

ঝিনাইদহরে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা দক্ষিণের আ'লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দিন জনতার হাতে আটক হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

শনিবার সকালে স্বরুবপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ ৩ জন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দিনকে ভারতে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। খবর পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্তলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউপির মেম্বার তরিকুল ইসলাম তরু জানায়, দালালরা উক্ত ব্যক্তিকে মাঠের মধ্যে  রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফেরার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে আ'লীগ নেতা রিয়াজউদ্দিন স্বীকার করেন দালালরা তাকে ৩ দিন ধরে আটক রেখেছে এবং তার কাছে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়।

ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর হাজির হয়। অপর দিকে খবর পেয়ে বিজিবিই ঘটনাস্থলে আসে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। অপর দালালরা হলো পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। এরা সকলেই মানব চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানায় ওসি সাজজাদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে ৪ জনকে থানা নিয়ে আসা হয়েছে এক জনের বাড়ি চাদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আ'লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ