বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২২ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭


বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ে এটি প্রধান উপদেষ্টার দ্বিতীয় উপস্থিতি হলেও, নতুন ভবনে এটাই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস। গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথের পর অধিকাংশ বৈঠকই অনুষ্ঠিত হয়েছে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সূত্র জানায়, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিব পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ