বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় মোট ১২১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

টিআইবির দেওয়া তথ্যমতে, এসব সহিংসতার ৯২ শতাংশে বিএনপি, ২২ শতাংশে আওয়ামী লীগ, ৫ শতাংশে জামায়াত এবং ১ শতাংশ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জড়িত ছিল। (বিষয়টি একাধিক ঘটনায় একাধিক দল জড়িত থাকায় শতকরা হারে ওভারল্যাপ হতে পারে।)

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকর্মী চাঁদাবাজি, টার্মিনাল দখল ও ব্যবসায় প্রভাব বিস্তারের মতো কর্মকাণ্ডে জড়িত। দলের ভেতরে শৃঙ্খলার অভাব এবং আইনের প্রতি শ্রদ্ধার অভাবের কারণে এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ।

গবেষক জুলকারনাইন বলেন, “রাজনৈতিক দলের মধ্যে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা কমে গেছে। দলীয় স্বার্থে অনেক অপরাধমূলক কার্যক্রম ধামাচাপা দেওয়া হয়। এমনকি অন্তর্বর্তী সরকারের ভেতরেও এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।”

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “স্বৈরাচারী শাসনের পতনের পর একটি নতুন শাসনব্যবস্থা গড়ে উঠলেও কাঙ্ক্ষিত সংস্কার এখনো দৃশ্যমান নয়। অনেক উদ্যোগই সাময়িক, কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। অনেক সময় রাজনৈতিক চাপের মুখে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, সদ্য গঠিত রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার মিলেও দুর্নীতি ও স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়েছে। সুতরাং, শুধু স্বৈরাচার পতন করলেই হবে না, তার শিকড় উপড়ে ফেলাও জরুরি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ