সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের টানা হামলার প্রেক্ষিতে ইরানে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হবে, এমন তথ্য ঢাকা, তেহরান এবং ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ইরান ছেড়ে যেতে ইচ্ছুক, তাদের পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এবং আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, যা সপ্তাহখানেকের মধ্যে শেষ হতে পারে।

ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসহ বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ চলমান রয়েছে। তবে, কবে নাগাদ ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটি পাকিস্তানে পৌঁছতে পারবে, সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, “এ বিষয়ে দূতাবাস তৎপরতার সাথে কাজ করছে এবং ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

এদিকে, ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকদের বসবাস করা একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বুধবার ফেসবুকে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশের সবগুলো বাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই, এমন খবর তিনি পেয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ