রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ও জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মাওলানা ফারুকীর নাম ঘোষণা করেন তিনি।

এর আগে গত ২১ নভেম্বর সকালে জাতীয় পার্টির বনানীস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া দুই আসনে লাঙ্গল প্রতীকে এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ করে আসছেন।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় লেখক পরিষদের এই সভাপতি তিনি বলেছিলেন, আমি গত এক দশক ধরে কুষ্টিয়া-২ আসনের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জনগণের জন্য সরকারী উন্নয়ন বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশি বিদেশি সংস্থার মাধ্যমে আরো বৃহৎ পরিসরে জনগণের সেবা করার জন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।

প্রসঙ্গত, মাওলানা ফারুকী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ভারতের দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌ, ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। এছাড়া বেশকিছু গ্রন্থের লেখক তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ