রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। রবিবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং একইসঙ্গে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সাবেক জিহাদি নেতা শারা ক্ষমতায় আসেন। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে তিনি নতুন সিরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় নেতা জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।

ক্ষমতায় আসার পর থেকেই শারার কূটনৈতিক তৎপরতায় ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি ইতোমধ্যে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করেছেন।

তার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ওয়াশিংটনে গিয়ে মার্কিন সিনেটর, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

শারা প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষা, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইসরায়েলের সঙ্গে চলমান শান্তি আলোচনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সিরিয়া আশা করছে চলতি বছরেই ইসরায়েলের সঙ্গে একটি বড় নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পন্ন হবে। গত সপ্তাহে শারা জানান, আলোচনায় এমন একটি সমঝোতার চেষ্টা চলছে যাতে ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে দখল করা কিছু এলাকা ছেড়ে দেয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ