শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হলে সবার জন্য বিপজ্জনক হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয়, তবে তা সবার জন্য খুবই বিপজ্জনক হতে পারে।

আজ শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসি সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা ও বিবিসি।

আরাঘচি জানান, কূটনীতিতে ফিরে আসতে হলে প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি বলেন, “যখন আমার দেশের জনগণের ওপর বোমা পড়ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, তখন আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারি না।”

এছাড়া, তিনি আরও বলেন, "ইরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত। তারা বারবার অস্বীকার করলেও, তাদের ভূমিকা স্পষ্ট। এবং এখন মার্কিন প্রেসিডেন্ট নিজে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথা পরিষ্কারভাবে বলেছেন।"

আরাঘচি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা শুনছি, যুক্তরাষ্ট্রও হয়তো এই আগ্রাসনে যুক্ত হতে পারে। যদি তা হয়, তাহলে এটি হবে অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয়, এটি সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে।”

এদিকে, নুর নিউজ জানিয়েছে, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সেনার নাম প্রকাশ করা হয়েছে, যারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদরেজা জাফরগান্দি বার্তা সংস্থা ফারসকে জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েল ইরানের তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে, যার ফলে দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, তারা ছয়টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে।

ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের খুররমবাদ শহরে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপ্লবী রক্ষীবাহিনী এই খবর নিশ্চিত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ